সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা।
সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: বন্ধু ১০-২০ টার দরকার নেই। যার মধ্যে ইগো নেই, মিথ্যা বলে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে না, মানুশকে সম্মান করতে জানে, অকৃতজ্ঞ না। এইরকম বন্ধু ১-২ টা হলে ও জীবন সুন্দর।
সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: দরকার হলে একা থাকুন। তবুও মিথ্যা হাসি, মিথ্যা আশা,মিথ্যা ভালোবাসা, এইসব থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: এই দুনিয়াতে চলার পথে টাকা অনেক গুরত্বপূর্ণ অংশ। তাই টাকাকে গুরুত্ব দিন, টাকাকে সঠিক উপায়ে ম্যানেজ করা শিখুন।
সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: যত বয়স বারছে দিন দিন দায়িত্ব বেরেই চলেছে। সপ্নগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, অনেক সময় টাকার অভাবে, অনেক সময় সময়ের অভাবে, আবার অনেক সময় যেই মানুশকে/মানুশগুলোকে নিয়ে সপ্ন দেখেছিলেন সেই মানুশগুলো না থাকার অভাবে।
সময়ের সাথে সাথে নিজের বয়স যত বারছে ততই মনে হচ্ছে: দিন শেসে আমি মানুশটা একা। কখনও উচিত হবে না অন্যর উপরে ভরসা করে থাকা যে, সে আমার মন ভালো করে দিবে। তাই আপনাকে ভালো থাকার জন্যে, আপনাকেই আপনার পছন্দের কাজ গুলো করে যেতে হবে।
0 Comments:
Post a Comment